Games লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Games লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪

Android জন্য একটি Air fighter গেমস।

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা অনেকেই আমাদের Android ফোনে বিভিন্ন Air fighter গেমস খেলি। আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এরকমই একটি Air fighter গেম Death fighter 3d । যারা এই গেমটি খেলেন নি তারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড

শনিবার, ১ মার্চ, ২০১৪

অসাধরণ গেইম এসাসিন্স ক্রিড ৩ (২০১২)

হাই! আজ আর অন্য সব গেমস জোনের মতো টিউন করবো না। পুরোই অন্যরকম এবং অপেক্ষা কৃত ছোট করে আজকের টিউন লিখছি।
উবিসফটের অন্যতম মাস্টারপিস এসাসিন্স ক্রিড সিরিজের সর্বশেষ সংযোজন এসাসিন্স ক্রিড ৩। এসাসিন্স ক্রিড, এসাসিন্স ক্রিড ২, এসাসিন্স ক্রিড ব্রাদারহুড ও এসাসিন্স ক্রিড রেভেলেশনস্ এর পর বের হল এসাসিন্স ক্রিড ৩। উবিসফ্ট নাকি এই গেম ২-৩ বছর ধরে ডেভেলপ করছে। তাই গেমারদের এক্সপেক্টেশন ছিল অত্যাধিক।
এসাসিন্স ক্রিড ৩

বরাবরের মতই কিছু অফিশিয়াল কথাবার্তা বলে নেই। এসাসিন্স ক্রিড ৩ একটি ওপেন ওয়ার্ল্ড গেম। ডেভেলপ করেছে উবিসফ্ট মন্ট্রিল এবং পাবলিশ করেছে উবিসফ্ট উইনডোজ, প্লেস্টেশন ৩, এক্সবক্স ৩৬০ ও উইই তে। এসাসিন্স ক্রিড সিরিজের ৫ম পাবলিকেশন এই গেম এবং এসাসিন্স ক্রিড রেভেলেশনস্ এর সিকুয়েল।
কনরের বাবা হেয়থাম ও মা
গেমে আপনাকে ‘রাতোনহাকেতোন’ নামের এক রেড ইন্ডিয়ানকে নিয়ে খেলতে হবে যার নাম পরে ‘কনর’ রাখা হয় উচ্চারনের সুবিধার্থে। কনরের বাবা হেয়থাম একজন আমেরিকান ও মা রেড ইন্ডিয়ান। কনরের বাবার ভূমিকা গেমে ভালোভাবে রাখা হয়েছে। কিন্তু মায়ের তেমন ভূমিকা নেই। গেমে ডেসমন্ডের ভুমিকাও অনেক রাখা হয়েছে। ৩-৪ টি লেভেল পুরো ডেসমন্ড কে নিয়ে খেলতে হয় বর্তমান কালে। গেমের পটভুমি আমেরিকান সিভিল ওয়ার।
গেমের শুরুতে হেয়থাম কে নিয়ে কয়েকটা লেভেল খেলতে হয়। তখন নরমাল এসাসিনের মুভগুলো থাকে। স্পেশাল কিছু থাকেনা। তবে আমরা এখানেই গেমের নতুন এনভিল ইঞ্জিনের কেরামতি দেখতে পাই। ক্যারেকটারদের মুভমেন্ট টেকনিক গেমে বদলানো হয়েছে। এখন ক্যারেকটারদের খুব সাবলিল ভাবে ডানে বামে নাড়ানো যায়। তবে কনর কে নিয়ে খেলার পর নতুন টেকনিকগুলো চোখে পড়ে। নতুনভাবে এ গেমে গাছে চড়া যোগ করা হয়েছে যা আগের কোনো গেমে দেয়া হয়নি। কনর সাবলিলভাবে যেকোনো গাছে চড়তে পারে। ডালে ডালে চলতে পারে। এক গাছ হতে অন্য গাছে লাফ দিতে পারে। গাছে গাছে চলার টেকনিক আততায়ী হিসেবে কাজে লাগে অনেক। আর আগের গেমগুলোর মতই বিল্ডিং চড়া, খড়ের গাদায় লুকানো, লিপ অফ ফেইথ, খুন করার টেকনিক ইত্যাদি রয়েছে। এসাসিনেট করার জন্য নতুন নতুন টেকনিক যোগ করা হয়েছে। লুকানোর নতুন টেকনিকে যুক্ত হয়েছে বিল্ডিংয়ের খোলা জানালা দিয়ে একপাশ দিয়ে ঢুকে আরেকপাশ দিয়ে বের হওয়া। ঘোড়ায় চড়াও রয়েছে। নতুন এনভিল ইঞ্জিন এক সাথে ১০০ এর অধিক নন প্লেইং ক্যারেকটার প্রকাশ করতে পারে একসাথে। তাই সত্যিকারের যুদ্ধক্ষেত্রের আবহ পাওয়া যায়।
আরো বড় ধরনের নতুনত্ব হল শিকার করা ও নৌপথে জাহাজ দিয়ে যুদ্ধ করা। কনর পশু পাখি শিকার করে তার  চামড়া ছাড়িয়ে তা বিক্রি করতে পারে। ফাদ পাততে পারে। ধনুক দিয়ে শিকার করা যায়। নৌপথে বিশাল বিশাল জাহাজ চালনা করে তা দিয়ে যুদ্ধ করা যায়। এ জিনিষটি এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যে ঝানু নৌপথের যুদ্ধের গেম ও এর কাছে লজ্জা পেয়ে যাবে।
নতুন অস্ত্র সস্ত্র যোগ করা হয়েছে। যেহেতু আমেরিকান সিভিল ওয়ারের সময়কার গেমের কাহিনী সেহেতু গোলা-বারুদ রয়েছে। কাছাকাছি তলোয়ার দিয়ে মারামারি ছাড়াও রাইফেল দিয়ে গোলাগুলিও হয়। কনর এর হিডেন ব্লেড আবার ছুড়িতে রুপান্তর করা যায়। রাইফেল দিয়ে গুলি ছোড়া ছাড়াও বেয়োনেট দিয়ে কাছাকাছি মারামারি করা যায়। রাইফেল দিয়ে একটা গুলি করার পর রিলোড করতে অনেক সময় লাগে। তাই কনরের কাছে রয়েছে পিস্তল। কনর যেহেতু রেড ইন্ডিয়ান, তাই তার কাছে রয়েছে একটি টমাহক। এটি এক ধরনের ঐতিহ্যবাহী কুড়াল রেড ইন্ডিয়ানদের জন্য।
গেমের গ্রাফিক্স আশানুরুপ হয়নি। গেমে বাগ রয়েছে অনেক। কনরকে আগের গেমের আলতাইর ও এজিওর মত মেমোরেবল লাগেনি। গেমের সাইজ ও তুলনামূলক কম। সর্বোপরি গেমটা খারাপনা ভালোই। এসাসিন্স ক্রিড সিরিজ যারা খেলেছে তাদের খেলা উচিত। যারা খেলেনি তাদের জন্য উপদেশ হল আগেরগুলো খেলে আসা। নাহলে কাহিনী ধরতে অসুবিধা হবে।
গেমের জন্য ডুয়াল কোর সিপিউ, ২ জিবি র‍্যাম, ৫১২ মেগাবাইট গ্রাফিক্স হলেই গেমটি চলবে। তবে একটু বেশি হলে ভালো হয় নাহলে কিছু কিছু যায়গায় আটকাবে গেম।

ডাউনলোডঃ


ভাল লাগলে comment করুন