+২৪৩ নাম্বার কল
থেকে সাবধান, আজ আমিও একটু
আগে একটা মিসকল পেলাম +২৪৩ ৮৯৬ ২৩৪
০১০ নাম্বার থেকে, তারপর থেকেই
বিষয়টা নিয়ে একটু
চিন্তা ভাবনা করেএকটু
খোজাখুজি করে যা পেলাম
সেটা সত্যিই আতকে উঠার মত, তাই
সবাইকে সাবধান করার প্রয়োজন
মনে করলাম,
তার আগে ই বিষয়টা সর্ম্পকে একটু
বিস্তারিত বলিঃ
এটা এক ধরনের ফোন ফ্রড। রকম ফোন
ফ্রডের মধ্যে 809 scam বা Wangiri scam বেশ
চালু সারা বিশ্বে,
সম্প্রতি বাংলাদেশেও
এটা ছড়িয়ে পড়েছে।
ব্যাপারটা বোঝার আগে ফোন
সিস্টেমের বিলিং চার্জ কীভাবে হয়,
তা একটু ব্যাখ্যা করি। অনেক ফোন
কোম্পানিই প্রিমিয়াম নাম্বার রাখে,
যেখানে ফোন করলে নর্মাল চার্জের
পাশাপাশি মিনিট প্রতি সার্ভিস
চার্জ দেয়া লাগে ঐ নম্বরের
মালিককে। আর আন্তর্জাতিক কলের
ক্ষেত্রে ব্যাপারটা আরো গোলমেলে।
ধরুন আপনি গ্রামীণফোন থেকে কল
করলেন বিদেশের কোনো নম্বরে।
সেখানে ফোন করার জন্য গ্রামীণ
আপনাকে যা বিল করবে, তার
একটা অংশ পাবে যেই নম্বরে ফোন
গেছে, সেই ফোন কোম্পানী। আর যদি ঐ
নম্বরটা প্রিমিয়াম নম্বর হয়,
তাহলে তো কথাই নাই, ফোন নম্বরের
মালিক ইচ্ছামত যা চার্জ করে, গ্রামীণ
আপনাকেও সেই চার্জ করবে। আর
পুরা ব্যাপারটা আইনমোতাবেকই হচ্ছে।
এখন এই
সিস্টেমটাকে কাজে লাগিয়ে অনেক
প্রতারক নতুন ধান্ধা খুলে বসেছে। অসাধু
ফোন কোম্পানির সহায়তায়
তারা প্রিমিয়াম নম্বর খুলে বসে, তার পর
অটোডায়ালার সফটওয়ার দিয়ে মিস কল
দিতে থাকে অন্য দেশের
নানা জায়গায়। যেহেতু কল
করতে হচ্ছেনা, তাদের খরচ নাই আদৌ।
আর সফটওয়ার দিয়ে অটো-ডায়াল
করাতে দিনে হাজার হাজার এমন মিস
কল দিতে পারে।
এমন হাজারটা মিস কল দিলে কেউ
না কেউ আগ্রহ বশত কল রিটার্ন
তো করবেই, তাই না? ব্যস।
এরা পেয়ে বসলো। আন্তর্জাতিক কলের
জন্য আপনাকে তো দিতে হবে রেট
অনুযায়ী চার্জ, তার উপরে সেই
প্রিমিয়াম নম্বর এর ধান্ধাবাজ মালিক
যা রেট ধরে রেখেছে,
আপনাকে সেটাও দিতে হবে। বলাই
বাহুল্য, সেই চার্জটা আকাশ ছোঁয়া।
এই ব্যাপারটার উদ্ভব ঘটে জাপানে,
সেখানে এই প্রতারণা পদ্ধতির নাম
Wangiri। তবে এখন নানা গরীব দেশ যেমন
আফ্রিকা বা ক্যারিবিয়ানের
দেশে এই প্রতারণার ব্যাপক বিস্তার
ঘটেছে। বাংলাদেশেও
সম্প্রতি অনেকে এই প্রতারণার শিকার
হয়েছেন বলে পড়লাম।
তাই সাধু সাবধান,
অচেনা বিদেশী নম্বর থেকে মিস কল
পেলে রিটার্ন কল দিবেন না কখনোই।
ভাল লাগলে comment করুন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন