রবিবার, ২০ এপ্রিল, ২০১৪

গুগল এডসেন্স পাওয়ার সহজ নিয়ম ও তার পর করণীয় এর সঠিক জায়গা

প্রতিজ্ঞা বদ্ধ এই যে , টিটিতে সবসময় চেস্টা করবো অনলাইনে উপার্জনের ব্যাপারে হেল্প করার যতটুকু আমি জানি। যাইহোক আজকে যে ব্যাপারে আপনাদের জানাবো তা হল - গুগল এডসেন্স কিভাবে পাবেন সহজে এবং তারপর কি করবেন
প্রথমে যারা এডসেন্স এখনো পাননি বা পেতে চান তাদের জন্য বলতে চাই- আহামরি বা ভয় না পেয়ে এবং কস্ট করে মাত্র ৫-১০ পোষ্ট করুন
আপনার ব্লগে। প্রতিজ্ঞা আগেই করে নিয়েন যে ভুল করেও কাট-কপি-পেস্ট এর ধারে কাছেও যাবেন না। তারপর আপনার ওয়েব সাইটটিকে ফ্রেশ রুপ দিন । ডিজাইন যতটা সম্ভব কম করুন । মনে রাখবেন , গুগল চায় কন্টেন্ট এর কোয়ালিটি এবং গুগলের এড বসানোর জন্য ফ্রেশ জায়গা। আপনি যদি আপনার ব্লগটিকে রঙ মাখিয়ে সাজিয়ে রাখেন তাহলে গুগল আপনার কাছ থেকে দূরে থাকার চেস্টা করবে । গুগল এডসেন্স এর জন্য আবেদন করার আগে আপনার মেইল, নাম, এড্রেস সহ সকল বিষয় ঠিক রাখুন যেন আপনাকে খুব সহজে ভেরিফাই করা যায়। তার পর ঝাপদিতে পারেন গুগলের সাগরে... দেখুন আপারটা কত সাদা মাটা মানে সিম্পিল ক্লিক করুন
মনে রাখবেন- এডসেন্স পাওয়ার পর এর সঠিক ব্যবহার করতে হবে। ভুল করলে সর্বনাশ...
এডসেন্স একাউন্ট পাওয়ার পর আপনার এড তৈরী করুন । প্লেস হিসেবে বেটার প্লেস আপনার সাইড বার এবং 160x600 বেস্ট এই সাইড বারের জন্য । বেশি এড প্লেস করার প্রয়োজন নেই । মাত্র দুটি বা তিনটি হল আদর্শ । আমি অবশ্য আপাতত দুটি ব্যবহার করি। যাই হোক সাইড বার এ এড প্লেস এর জন্য প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস একাউন্টে লগিন করুন । তার পর
Appearance and then widgets এ ক্লিক করুন

TEXT (Arbitrary text or HTML)  কে টেনে আপনার Main side bar এ ছেড়ে দিন । তারপর আপনার এড এর কোড টি এখানে পেস্ট করে save এ ক্লিক করুন ।
হয়তো পড়ে চেস্টা করব আপদেরকে অন্য কিছু হেল্প করার জন্য । লাভ ইউ টিটি ও ধন্যবাদ সকল কে।
গুগল এডসেন্স নিয়ে আমার অন্য পোস্ট গুলো-
এই যে ভাই গুগল এডসেন্স নিয়ে যান আর ঘরে বসে উপার্জন করুন

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন