রবিবার, ৬ এপ্রিল, ২০১৪

মোবাইল এর সিকিউরিটি কোড জানার সফটওয়্যার (মাত্র ৭৬৪ কিলোবাইটস)

হুম ঠিকই দেখেছেন। মাত্র ৭৬৮ কেবি এর একটি সফটওয়্যার পারে নোকিয়া,এলজি, অ্যাপল সহ আরও অনেক ব্র্যান্ড এর মোবাইল এর সিকিউরিটি কোড!!! অনেক সময় আমাদের মোবাইল ফ্যাক্টরি রিসেট দেওয়া লাগে। তখন দৌড়াই মোবাইল সার্ভিস এর দোকানে
। আর দোকানীও সুযোগ বুঝে দাও মারে, পকেট কেটে ফাঁকা করে আমাদের। ব্র্যান্ড আর মডেল বুঝে দাম করে। আপনি একটু সচেতন হলেই পারেন এই অনর্থক পকেট কাটা থেকে মুক্তি পেতে!!! এখনি এই ছোট্ট সফটওয়্যারটি ডাউনলোড করে নিন আপনার কম্পিউটারে। এটি ইন্সটলও করা লাগে না!! রান করলেই চলে। তারপর ডান পাশে ব্র্যান্ডগুলো থেকে বেছে নিন আপনার দরকারি ব্র্যান্ডটি। ব্র্যান্ড এর লোগোতে ক্লিক করলেই দেখবেন ওই ব্র্যান্ড এর সব দরকারি কোড গুলো দেখাচ্ছে। তারপর আপনার ইচ্ছে মত মোবাইল রিসেট দিন, লক খুলুন যা ইচ্ছা করুন।
বিঃ দ্রঃ কারো কোন ক্ষতি করলে আমি কিছু জানি না :P যা করার নিজ দাইয়ত্তে করবেন। ধন্যবাদ :)


Download (ansclub.com)

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন