শনিবার, ২৩ মে, ২০১৫

কি ভাবে রিসার্চ করবেন আপনার সাইটের জন্য পারফেক্ট কিওয়ার্ড..........

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। যাইহোক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কিভাবে একটি সাইটের জন্য পারফেক্ট কীওয়ার্ড রিসার্চ করতে হয় তা বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি।

১) কি ভাবে কীওয়ার্ড রিসার্চ করবেন?
যে কোন ওয়েব সাইটের জন্য কীওয়ার্ড রিসার্চ করা যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় তা আশা করি আপনাদের বলার দরকার নাই, আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার ওয়েব সাইটের জন্য পারফেক্ট কীওয়ার্ড রিসার্চ করবেন। প্রথমে এই সাইটে প্রবেশ করুন তারপরে উপরের ডান কোনায় দেখুন লেখা আছে Sign in | Create an account আপনি Create an account এ ক্লিক করে একটি
অ্যাকাউন্ট তৈরি করে নিন তারপরে Sign in এ ক্লিক করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করুন। তারপরে যে পেজটি আসবে সেখান থেকে Search for new keyword and ad group idea  এই লেখাটিতে ক্লিক করুন। এখন দেখুন নিচের মত একটি পেজ এসেছে
adword planner সেখান থেকে Your product or service এর নিচের ঘরে আপনার ওয়েব সাইট এর সাথে সম্পর্কিত কোন একটি শব্দ লিখুন দেখুন আমি লিখেছি bangla technology blog তারপরে আপনি যে সাইটের জন্য কীওয়ার্ড রিসার্চ করছেন সেই সাইটের এড্রেস লিখুন Your landing page এর নিচের ঘরে,আমি দিয়েছি www.techtweet24.com । তারপরে Your product category  এর নিচে আপনার সাইট টা যে বিষয়ের উপর ভিত্তি করে গড়ে তুলতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন দেখুন আমি দিয়েছি Technology News & Publications। তারপরে আপনি যে দেশকে আপনার সাইটের জন্য টারগেট করে এগিয়ে যেতে চান সে সাইট টা সিলেক্ট করে দিন, এভাবে পর্যায় ক্রমে সব গুলো কাজ সম্পন্ন করে সবশেষে Get idea বাটনে ক্লিক করুন। তবে সর্বদা মনে রাখবেন আপনার সাইট যে সম্পর্কিত আপনার কীওয়ার্ড ও হতে হবে সেই সম্পর্কিত। তারপরে যে পেজটি এসেছে সেখান থেকে Keyword ideas তে ক্লিক করুন, এবার দেখুন আপনার কাংক্ষিত ফলাফল চলে এসেছে। এখানে লক্ষ্য করুন আমি যে কীওয়ার্ড টি দিয়েছিলাম তার Avg. monthly searches ২২০ এবং Competition আবার Low। এবার একটু নিচের দিকে খেয়াল করুন সেখানে আছে সেখানে কীওয়ার্ড হিসাবে আছে technology blog তার আবার Avg. monthly searches ৮৮০ এবং Competition আবার Low, এখন আপনাকে এখান থেকে বেচে বেচে আপনার সাইটের জন্য কীওয়ার্ড সিলেক্ট করতে হবে, তবে কীওয়ার্ড সিলেক্ট করার সময় সর্বদা একটি কথায় মনে রাখবেন যে কীওয়ার্ড এর Avg. monthly searches বেশি এবং Competition আবার Low সেই কীওয়ার্ডটি আপনার সাইটের জন্য পারফেক্ট, আবার এটাও মনে রাখতে হবে যে সেই কীওয়ার্ডটি যেন হয় আপনার সাইট এর সাথে সম্পর্কিত।
keyword

তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামি পোষ্টে এই আশা বাদ ব্যক্ত করে বিদায়, আল্লাহ হাফেজ।

Posted in:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন