শুক্রবার, ১৯ জুন, ২০১৫

নিয়ে নিন রমজান মাসের জন্য সেহরী ও ইফতারের সময় সূচি এবং দোয়া সাথে এলার্ম তো আছেই

যাহোক আর কথা বাড়াচ্ছি না। সরাসরি কাজের কথায় চলে যাই। রমজান ক্যালেন্ডার এপ্লিকেশনটি আপনাকে প্রতিদিনের সেহরী এবং ইফতারের সময় পেতে সাহায্য করবে। এই অ্যাপটিতে যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো হলঃ
১। রমজান ক্যালেন্ডার ২০১৫
২। রোজার নিয়ত।
৩। রোজা ও ইফতারের দোয়া।
৪। বিভিন্ন ধরনের রোজার বিবরণ।

৫। রোজার ফজিলত।
৬। রোজা ভঙ্গের কারণসমূহ।
৭। তারাবীহ নামাজের নিয়ত ও তারাবীহ নামাজের নিয়ম সমূহ।
৮। ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী,বরিশাল,খুলন ও সিলেট বিভাগ এবং পার্শবর্তী জেলার সময়সূচী অন্তর্ভূক্ত রয়েছে।
৯। সম্পূর্ণ অ্যাপটি বাংলায় দেখা যাবে।
১০। অ্যাপটিতে টাইমার রয়েছে।
নিচের লিংক থেকে Download করে নিন।
http://bdupload.net/ttbbf7vop9o6

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন