সোমবার, ১৫ জুন, ২০১৫

জেনে নিন কারা কারা পাচ্ছেন Windows 10 বিনামূল্যে (নেয়ার পদ্ধত্তি)

কম্পিউটারকে শাসন করার জন্য প্রয়োজন একটি যোগ্যতা সম্পন্ন অপারেটর। সেজন্য সেই শুরু থেকে উইন্ডোস এক্সপি, উইন্ডোস সেভেন, উইন্ডোস 8, উইন্ডোস 8.1  চলে আসছে। এই অপারেটরগুলো খুবই জনপ্রিয় যা বিশ্বের অধিকাংশ মানুষিই মাইক্রোসফট এর জানালা ব্যবহার করে আসছে। এক সময় জানালা এক্সপি ছিল খুবই জনপ্রিয় এবং সহজ ব্যবহারযোগ্য। তারপর জানালা সেভেন এবং জানালা 8 এবং সর্বশেষ জানালা 8.1 জনপ্রিয়তার তুঙ্গে। কিন্তু মাইক্রোসফট সর্বশেষ সংস্করণ হিসেবে আগামী ২৯ জুলাই WINDOWS 10 বাজারে দিতে যাচ্ছে। যা আগের সকল জানালা অনেকটাই আলাদা এবং অন্যরকম। এই জানালার সাধ নেয়ার জন্য উপায় রয়েছে। তার মধ্যে আপনি সহজেই এটি ফ্রিতে পেতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে।

  • পাওয়া যাবে কি সত্যিই বিনামূল্যে ?
  • হ্যাঁ, এটা বিনামূল্যে।  এই উইন্ডোজ একটি পূর্ণ সংস্করণ, না একটি ট্রায়াল বা পরিচায়ক সংস্করণ. এটি একটি সীমিত সময়ের জন্য পাওয়া যাবে।
আপনি দুটি কাজ করতে পারেন :
ক) একটি নতুন উইন্ডোজ 8.1 ডিভাইস কিনে তা বিনামূল্যে উইন্ডোজ 10 এ আপগ্রেড অথবা
খ) আপনার বিদ্যমান উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8.1 পিসি জন্য একটি বিনামূল্যে আপগ্রেড রিজার্ভ
  • আপনার উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8.1 আপডেট দিতে থাকুন
  • তাহলে একটা নোটিফিকেশন আসবে (চিত্রের মত)
  • আর যদি আপডেট দেওয়ার পর নিচের মত নোটিফিকেশন না আসে তাহলে তার সমাধান টি উনেটির শেষের দিকে আছে
  • নোটিফিকেশন ছাড়া আপনি এই সুবিধা পাবেন না।

তারপর যা করণীয়


ডান পাশের এরো চিহ্নতে ক্লিক করুণ তাহলে নিচের চিত্রের মত আসবে

ক্লিক করুণ চিহ্নিত স্থানে তাহলে নিচের মত আসবে

চিহ্নিত স্থানে আপনার ই-মেইল ঠিকানা দিন। তার Send Confirmation a ক্লিক করুন তাহলে নিচের মত আসবে

ব্যাস সম্পন্ন হয়ে গেল WINDOWS 10 পাওয়ার প্রক্রিয়া। এখন অপেক্ষা করতে হবে ২৯ জুলাই ২০১৫ পর্যন্ত। সময় হয়ে গেলেই Windows আপনাকে notified  করবে। আর উপভোগ করবেন  WINDOWS 10

তবে যারা  নোটিফিকেশান পাননি তারা চাইলে নিচের পদ্ধতিতে পেতে পারেন...
আপনার জানালা পরিপূর্ণ আপডেট করুন আর নিশ্চিত হন জানালা ৮.১ এর জন্য (KB3035583 & KB2976978) এই ২টি আপডেট ইন্সটল কিনা দেখুন তাদের আপডেট দিন নোটিফিকেশন পান আর মজা নিন

WINDOWS 10

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন