সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

আইফোনের নকল এইচটিসি ওয়ান এ ৯?

জীবনে একবার একটা আইফোন ব্যবহার করার স্বপ্ন হয়তো অনেকেরই আছে। কেউ সেটা পূরণ করেছেন, কেউ এখনো অপেক্ষায় আছেন। আর এ সুযোগে চীনা বিভিন্ন প্রতিষ্ঠান কম দামে আইফোনের ক্লোন বা কপি তৈরি করে বিক্রি করে। যাতে সাধ্যের মধ্যে মানুষ তার সাধ পূরণ করতে পারে।
তবে কোনো চীনা প্রতিষ্ঠান নয়, এবার নামকরা ব্র্যান্ড এইচটিসি নিয়ে আসছে আইফোনের মতো দেখতে একটি ফোন। আর এই মডেলটির নাম এইচটিসি ওয়ান এ ৯।
প্রযুক্তিবিষয়ক সাংবাদিক ইভান ব্লাস তাঁর টুইটার অ্যাকাউন্টে এইচটিসির এই মডেলের সেটগুলোর একটি ছবি ফাঁস করেছেন। আর সেখানে দেখা যাচ্ছে, ছয়টি রঙে আইফোনের মতো দেখতে সেটগুলো তৈরি করা হয়েছে। এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
এইচটিসির পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে তাইওয়ানের এই প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী চের ওয়াং গত মার্চে দায়িত্ব নেওয়ার পর জানিয়েছিলেন, এইচটিসির মন্দা ভাব কাটিয়ে উঠতে খুব শিগগির একটি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসবেন তাঁরা।
এদিকে, লোকসান কাটিয়ে উঠতে বিশ্বব্যাপী ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা রয়েছে এইচটিসির। গত আগস্টে তারা তাদের এই পরিকল্পনার কথা জানায়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন