সোমবার, ১০ মার্চ, ২০১৪

মোবাইল ফোন টেকনোলজি শেখার প্রয়োজনীয়তা।


অনেকে আছেন যারা নিজেদের হাতে রাখা এই ছোট্ট যন্তটির সবগুলো উপযোগিতা সম্পকেও অবগত নন। যার ফলে সেগুলোর রক্ষণাবেক্ষণ বা সঠিক ভাবে ব্যবহার করতেও পারেনা। এইজন্য নিজের অজান্তেই ভুল ব্যবহারের ফলে হটাৎ এগুলো অচল হয়ে পরড়। তখন প্রয়োজন হয় মোবাইল মেকার । গুচ্ছের টাকার
বিনিময়ে মোবাইল ফোন সেটটি তখন মেরামত করাতে হয়। কিন্তু সামান্য কিছু কারিগরি জ্ঞান থাকলেই অনেক সময় নিজের ফোনের অনেক সমস্যার সমাধান নিজেরাই করতে পারেন। এছাড়া রয়েছে পেশার প্রশ্ন। অনেকে মোবাইল ফোন সভিসিং কে পেসা হিসাবে নিতে পারেন। কারণ মোবাইল ফোন সভিসিং তেমন জটিল বিষয় না। সামান্য লেখাপড়া জানা যে কোন বুদ্ধিমাএার মানুষ অনায়াসেই এই টেকনোলজি সম্পকে জ্ঞান আহরণ করে তার মাধ্যমে সৎভাবে টাকা ইনকাম করে নিজের পরিবারে সচ্ছলতা আনতে পারেন। দিনে দিনে মোবাইল ফোন বেড়েই যাচ্ছে সেই সংঙ্গে বাড়ছে ব্যবহারকারীর সংখ্যাও। নতুন নতুন মোবাইল ফোন সেটের বাজারে আসছে। এই পরিস্থিতির সাথে তাল মিলাতে যতসংখ্যক যোগ্য টেকনিশিয়ান প্রয়োজন কিন্ত তা আমদের নেই । বলা যায় আমাদের শহরের কয়েকট পয়েন্ট ছাড়া মোবাইল ফোন মেরামতের তেমন কোন জায়গা নেই বলা যায়। অথচ সামান্য কিছু কারিগরি জ্ঞানের বিনিময়ে এই মেরামতের কাজটি সম্পন্ন করা সম্ভব। মোবাইল ফোন টেকনলজি জ্ঞান লাভ কেন প্রয়োজন । কারণ এক আপনি যদি মোবাইল ফোনের গ্রাহক হন ধরুন আপনার যদি একটা মোবাইল ফোন থাকে সেটা যে কোম্পানির হোকনা কেন সেটার জরুরি বিষয় গুলো আপনার জানা থাকলে আপনি আপনার মোবাইল ফোনকে য্ত্ন করে রাখতে পারবেন। তার পর ছোট ছোট সমস্য গুলো আপনি নিজেই সমাধান করতে পারবেন । তাতে আপনার কিছু টাকা আর পকেট থেকে বের হলনা।  তাই মোবাইল ফোন টেকনলজি জানা জরুরি। সুতরাং আর বসে না থেকে আসুন আমরা প্রবেশ করি মোবাইল টেকনলজির জগতে বেকারত্বের অন্ধকারকে দূরে ঠেলে জ্বালিয়ে দিয় সৎ ইনকামের নতুন আলো প্রাণবন্ত হয়ে উঠুক আমাদের যুবসমাজ। 

Gmail= Sobugmd500@gmail.com

1 টি মন্তব্য: