AutoRun কে আমরা অনেকে ভাইরাস হিসেবে জানি
এটি আসলে কোন ভাইরাস না। এটি অনেক গুলো প্রোগ্রামকে একক্লিকে চালু করার
একটি সর্টকার্ট প্রোগ্রাম মাত্র। বুঝতে কষ্ট হচ্ছে আচ্ছা আপনার পিসি তে
Microsoft Office এর সেটআপ ফাইলটাতো আছে নিশ্চয়ই। থাকলে ফোল্ডার এ গিয়ে
দেখেন “ autorun.inf ” নামে কিছু আছে কিনা? থাকলে ডিলেট করে দেখেন
Microsoft Office টা সেটআপ হয় কিনা। আসা করি বুঝেছেন না বুঝলে কিছু করার
নাই। ঠিক তেমনি ভাইরাস গুলকে একসাথে চালু রাখার জন্য autorun.inf তৈরি হয়।
autorun.inf ফাইল ডিলেট করে দিলেই
ভাইরাস এর কাজ বন্ধ হয়ে যাবে। এবং AntiVirus ভাইরাস টিকে সহজে ডিলেট করতে পারবে। এখন সমস্যা হচ্ছে AutoRun ডিলেট করলে আবার চলে আসে। তাই আজকে আপনাদেরকে দেখাব কি ভাবে AutoRun কে পুরোপুরি ভাবে ডিলেট করে দিতে পারি। প্রথমে এই সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। সেটআপ দিন। তারপর :-

দেখবেন ড্রাইভের যত হাইড ফাইল আছে দেখা যাচ্ছে। এখন “ autorun.inf ” খুজে বের করুন। ফাইল এর উপর রাইট মাউস ক্লিক করুন। Context Menu তে IObit Unlocker এ ক্লিক করুন এবং Unlock & Delete দিয়ে Ok দিন কাজ শেষ। এবাবে প্রত্যেক ড্রাইভ এ গিয়ে সব ডিলিট করুন।

ডিলিট করা শেষ হলে AntiVirus দিয়ে Scan দিন। এবং সব শেষ আবার (Control Panel > Folder Options > View) গিয়ে টিক গুলো দিয়ে দিন। না দিলে আপনার উইন্ডোজ এর ফাইল কেউ বা আপনি নিজেও ডিলিট করে দেওয়ার সম্বাবনা আছে।
যদি বুঝতে আপনাদের কোন সমস্যা হয় তা হলে
এখানে দেখুন
।
ভাইরাস এর কাজ বন্ধ হয়ে যাবে। এবং AntiVirus ভাইরাস টিকে সহজে ডিলেট করতে পারবে। এখন সমস্যা হচ্ছে AutoRun ডিলেট করলে আবার চলে আসে। তাই আজকে আপনাদেরকে দেখাব কি ভাবে AutoRun কে পুরোপুরি ভাবে ডিলেট করে দিতে পারি। প্রথমে এই সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। সেটআপ দিন। তারপর :-
Control Panel > Folder Options > View
এবং নিচের চিত্র দেখে অপশন গুলর টিক উঠিয়ে দিন।দেখবেন ড্রাইভের যত হাইড ফাইল আছে দেখা যাচ্ছে। এখন “ autorun.inf ” খুজে বের করুন। ফাইল এর উপর রাইট মাউস ক্লিক করুন। Context Menu তে IObit Unlocker এ ক্লিক করুন এবং Unlock & Delete দিয়ে Ok দিন কাজ শেষ। এবাবে প্রত্যেক ড্রাইভ এ গিয়ে সব ডিলিট করুন।
ডিলিট করা শেষ হলে AntiVirus দিয়ে Scan দিন। এবং সব শেষ আবার (Control Panel > Folder Options > View) গিয়ে টিক গুলো দিয়ে দিন। না দিলে আপনার উইন্ডোজ এর ফাইল কেউ বা আপনি নিজেও ডিলিট করে দেওয়ার সম্বাবনা আছে।
যদি বুঝতে আপনাদের কোন সমস্যা হয় তা হলে
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন