বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪

Teletalk দিচ্ছে 2G’র দামে 3G ব্যবহারের সুযোগ :)

এই সুবিধা ভোগ করতে হলে টেলিটক প্রিপেইড সিম থাকতে হবে । ( পোস্টপেইডে এটা পরিক্ষিত না, প্রিপেইডে পরিক্ষিত )
নিয়মঃ
১। প্রথমে সিমটিকে 2G তে কনভার্ট করতে হবে । ( e.g. sms Y2G to 555 )
২। এরপর যেকোন একটি 2G ইন্টারনেট প্যাকেজ কিনতে হবে । ( e.g.  1GB @
180 tk, 2GB @ 280tk, 25GB @ 600 tk )
প্যাকেজ সম্পর্কে জানতে - Click
৩। সবকিছু ঠিকমত হলে একাউন্টে ক্রয়কৃত ডাটা জমা হবে । এখন ইন্টারনেট ব্যবহার করলে 2G স্পীড পাওয়া যাবে ।
৪। এবার সিমটিকে 3G তে কনভার্ট করতে হবে । ( e.g. sms Y3G to 555 )
৫। এর ফলে সিমটি 3G হয়ে যাবে, আর ইন্টারনেট স্পীড হয়ে যাবে 1Mbps ( ১ মেগাবিট পার সেকেন্ড )  :-P
ব্যবহার করেই দেখুন কত স্পীড পাওয়া যায় !! ডাউনলোড স্পীড তো আমি 130 KBps এর মত পাই ।।
- টেলিটকের ব্যবহারকারী বর্তমানে অন্যান্যদের তুলনায় কম, তাই সম্ভব হলে আসুন সবাই টেলিটক ব্যবহার করি আর দেশের টাকা দেশেই রাখি । More Click.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন