মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

এক Click a Windows 7 এর সব Settings আপনার হাতের মুঠোয়

আস্-সালামু আলাই্কম । আশা করি আপনারা সবাই ভালই আছেন । এটা আমার প্রথম টিউন।
আমি আপনাদের থেকে বয়সে অনেক ছোট হব, সুতরাং আমার সকল ভুল ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।আর যারা এটা আগে থেকেই জানেন তারা আমাকে উৎসাহ দিতে ভুলবেন না।
তো আজ আমি আপনাদের দেখাবো,  Windows-7 এর সকল Settings সুমহ কিভাবে
Shortcut Accessকরা যায়।
এ কাজটা খুবই সহজ,  চলুন এবার দেখা যাক ।
প্রথমে আপনাকে যা করতে হবে  Desktop বা যেকোন  স্থানে নতুন একটা Folder নিতে হবে ।
Mouse এর Right Button Click>>Cursor  টি New folder এর টিএর ঘরে নিয়ে Mouse এ
Left Button click করুন। নীচের ছবির মত করে….img1
এবার  New folder কে Settings.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}
নামে  Rename করুন।
এবার Folder টি Control Panel এর আইকন ধারন করবে। এবার এটিতে Double Click করুন।

এরপর দেখুন সব Settings একবারে আপনার হাতের মুঠোয়। ব্যাস শুরু করে দিন আপনার মনের মত করে আপনার PC কে সাজানো।
তো আজ এই পর্যন্তই………আগামী টিউনে আবার দেখা হবে


  • সময় থাকলে এখান থেকে ঘুরে আসুন
  • 0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন